উল্লাপাড়ায় ইউএনওর ফোন নম্বর ক্লোন করে চেয়ারম্যানদের কাছে টাকা দাবি

সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেনের দাপ্তরিক ফোন নম্বর ক্লোন করে উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের কাছে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে চক্রটি চেয়ারম্যানদের কাছে ফোন করে টাকা দাবি করে।

এ ঘটনায় গতকাল রাতে ইউএনও উজ্জ্বল হোসেন উল্লাপাড়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সেই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও উজ্জ্বল হোসেন আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অসাধু চক্র উন্নয়ন প্রকল্প ও নানা সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে এমনটি করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। প্রতারক চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ইউএনও থানায় এ–সংক্রান্ত একটি জিডি করেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।