কমিটি ঘোষণার দুই দিন পর দুই দেবীদ্বারে স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ

দেবীদ্বার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবদুল্লাহ আল কাইয়ুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান
ছবি: প্রথম আলো

বিএনপি-জামায়াতের সহচর ও বিগত উপজেলা পরিষদের নির্বাচনে নৌকার বিরোধিতাকারীদের নিয়ে কমিটি করায় কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবদুল্লাহ আল কাইয়ুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান পদত্যাগ করেছেন। কমিটি গঠনের দুই দিন পর আজ বুধবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, ৩০ মে আবদুল মান্নান মোল্লাকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেয় কুমিল্লা উত্তর জেলা কমিটি। গঠিত ওই কমিটিতে আবদুল্লাহ আল কাইয়ুমকে সহসভাপতি ও মো. মিজানুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল কাইয়ুম ও মিজানুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াতের সহচরদের দিয়ে যে কমিটি করা হয়েছে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে ওই কমিটিতে থাকতে পারি না। গত উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে যাঁরা শেখ হাসিনার মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের (নৌকা প্রতীক) বিপক্ষে কাজ করেছেন, টাকার বিনিময়ে তাঁদের নিয়ে এই কমিটি দেওয়া হয়েছে। আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করি, তাই নৌকাবিরোধীদের সঙ্গে কাজ করা সম্ভব নয়। তাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটি পদত্যাগ করলাম। আজই পদত্যাগপত্র কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।’

মিজানুর রহমান বলেন, ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রকাশ্যে ধানের শীষের পক্ষে দেবীদ্বার পৌর এলাকার সব কটি ভোটকেন্দ্রে কাজ করেছিলেন। এখন তাঁরাই স্বেচ্ছাসেবক লীগের নেতা।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার বলেন, ‘মান্নান ও সাদ্দাম দলের ত্যাগী নেতা। ওরা দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিশ্বস্ত কর্মী। দলের জন্য নিবেদিতপ্রাণ। যোগ্যদের দিয়ে কমিটি করা হয়েছে। কেউ থাকতে না চাইলে শূন্য পদ পূরণ হয়ে যাবে। দল ও রাজনীতি গতিশীল। এখানে কারও জন্য কোনো কাজ বন্ধ থাকে না।’