কমোড থেকে ১০টি গোখরার বাচ্চা উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে কমোড থেকে উদ্ধার করা গোখরার বাচ্চা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে এক সরকারি কর্মকর্তার বাসার শৌচাগারের কমোড থেকে ১০টি পদ্মগোখরার বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত টানা অভিযান চালিয়ে সাপের বাচ্চাগুলো উদ্ধার করে ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী দল।

হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দেওয়ান নগর এলাকায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠ কর্মকর্তা মুহাম্মদ বেলাল হোসেনের বাসার শৌচাগার থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

এর আগে ২২ অক্টোবর উপজেলার মির্জাপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের রান্নাঘর থেকে আটটি গোখরার বাচ্চা উদ্ধার করে বন বিভাগ। স্নেক রেসকিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, বাচ্চাগুলো পদ্মগোখরার। এগুলো বন বিভাগের লোকজনের উপস্থিতিতে তাঁরা বনে অবমুক্ত করবেন।