করোনায় গোবিন্দগঞ্জের ব‍্যবসায়ীর মৃত্যু

কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একজন ব্যবসায়ী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ব্যবসায়ীর নাম শফিউল আলম আকন্দ (৫৭)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া এলাকার বাসিন্দা।

ব্যবসায়ীর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র ও সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম (এইও)। তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ জ্বর-শ্বাসকষ্ট নিয়ে গত ২৮ আগস্ট ওই রোগী টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি হন। তাঁর নমুনা সংগ্রহ করে টিএমএসএস মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে আসা প্রতিবেদনে তিনি ওই দিনই কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। পরে গতকাল রাত ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আজ শুক্রবার পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৪৮ জনের। এর মধ্যে মারা গেছেন ১৫৭ জন।