করোনায় রাজশাহী মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনায় সংক্রমিত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তাঁর নাম এম এ হান্নান (৪৯)। তিনি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস আজ রোববার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সহযোগী অধ্যাপক এম এ হান্নান করোনায় সংক্রমিত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। তাঁর জানাজা সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এম এ হান্নানের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়। তবে তিনি রাজশাহী নগরের উপশহর এলাকায় থাকতেন। ২৩ মার্চ শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়। তাঁকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।