করোনায় সংক্রমিত চিকিৎসকের মৃত্যু

আইরিন পারভীন
সংগৃহীত

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসক আইরিন পারভীনের (৪৪) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম।

আইরিন পারভীন কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের কনসালট্যান্ট ছিলেন। তাঁর স্বামী চিকিৎসক আজিজুর রহমান সিদ্দিকী। তাঁদের দুই বছরের এক মেয়েসন্তান আছে। ২০১৭ সালের ১ এপ্রিল ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিয়েছিলেন আইরিন পারভীন।

আইরিন পারভীনের শিক্ষক ও কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, কুমিল্লা মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের ছাত্রী ছিলেন আইরিন। গত সোমবার প্রথমে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। গতকাল গভীর রাতে তিনি মারা যান। আজ রোববার বিকেলে তাঁকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের রত্নবতী গ্রামে বাবার বাড়িতে দাফন করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর কুমিল্লা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও কুমিল্লা কোভিড হাসপাতালের চিকিৎসক মো. ওবায়দুর রহমান (৫৬) করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। ২০ জুন কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মুজিবুর রহমান রিপন (৫০) কোভিডে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। এখন পর্যন্ত কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে তিন চিকিৎসক মারা গেলেন।