কর্ণফুলীতে প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে মোহাম্মদ শাহজাহানের পক্ষে স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য উপজেলা পরিষদে যান তাঁর ভাই মো. ইলিয়াছ ও জাহাঙ্গীর। তাঁরা মনোনয়নের কাগজপত্র নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় তাঁদের ফাইল নিয়ে দৌড় দেন কয়েকজন। ওই সময় পেছন থেকে আরও কয়েকজন তাঁকে ধাওয়া দিলেও ধরতে পারেননি। ফলে তাঁরা ফরম জমা দিতে পারেননি।

এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আমার মনোনয়ন ফরম জমা দিতে গেলে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ফাইল নিয়ে দৌড় দিলে মনোনয়ন ফরম জমা দিতে পারেনি আমার লোকজন। বিষয়টি উপজেলা পরিষদের সিসিটিভি ফুটেজ দেখলে প্রমাণিত হবে।’

মোহাম্মদ শাহজাহান আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে মৌখিক অভিযোগ জানিয়েছি। লিখিত অভিযোগ জানাব।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর বলেন, ‘আমরা বাইরে কী হয়েছে, জানি না। পাঁচটার পর আমরা কলাপসিবল গেট বন্ধ করে দিই। ওই সময় কাউকে পাইনি। তবে সাড়ে পাঁচটার সময় একজন আমাকে ফোন করে বিষয়টি জানান।’

বড়উঠান ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. দিদারুল আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাইফুদ্দিন দৌলতপুরী।