কর্ণফুলীতে লোকালয়ে বন্য হাতির তাণ্ডব, ৫ বাড়িঘরে ভাঙচুর

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের কর্ণফুলীতে লোকালয়ে বন্য হাতি ঢুকে পাঁচটি পরিবারের বসতবাড়িতে তাণ্ডব চালিয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল দিবাগত রাতে বাঁশখালীর চাঁনপুর-বৈলগাঁও চা–বাগানের দুই শ্রমিকের ঘর ভেঙে দেয় বন্য হাতি।

যাঁদের বাড়িতে বন্য হাতি তাণ্ডব চালিয়েছে, তাঁরা হলেন বড়উঠান ইউনিয়নের মো. মোরশেদ, মো. নাজিম উদ্দীন, বিটু রানী দে, রুপন চন্দ্র দে ও বাবুল কান্তি দে।

ভুক্তভোগী মো. মোরশেদ বলেন, ‘প্রতি রাতেই লোকালয়ে ঢুকে বন্য হাতি মানুষের ঘরবাড়িতে হামলা চালায়। আজ ভোর রাতের দিকে একটি বন্য হাতি বাড়িতে ঢুকে প্রথমে গাছপালা উপড়ে ফেলে। পরে ঘরের দেয়াল, দরজা, জানালা ভেঙে ধান ও মালামাল নষ্ট করে। বন্য হাতি নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি।’

বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাজ্জাদ খান প্রথম আলোকে বলেন, ‘একটি হাতি লোকালয়ে এসে পাঁচটি পরিবারের সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে। বন্য হাতির কারণে আমরা চরম অসহায় হয়ে পড়েছি।’

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা বলেন, লোকালয়ে ঢুকে বন্য হাতির ক্ষতির বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।

এদিকে গতকাল দিবাগত রাতে বাঁশখালী উপজেলার চাঁনপুর-বৈলগাঁও চা–বাগানের দুই শ্রমিকের ঘর ভেঙে দিয়েছে বন্য হাতি। এ ঘটনায় সাত শতাধিক শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানান চা–বাগানের ব্যবস্থাপক মো. আবুল বাশার।