কসবায় দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কয়েকজন।
মৃত ব্যক্তির নাম ফায়েজ মিয়া (৫০)। তিনি উপজেলার নিমবাড়ি গ্রামের আয়ুব আলীর ছেলে। গুরুতর আহত হয়েছেন ফায়েজ উদ্দিন (৫৫)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিমবাড়ি গ্রামের গোলাম মোস্তফা ও সাক্কু মিয়ার লোকজনের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে ধরে দুই বছর আগে ফায়েজ মিয়ার ছোট ভাই রহিজ মিয়া খুন হন। আজ সকালে গোলাম মোস্তফার সমর্থক ফায়েজ মিয়া বাজার থেকে বাড়িতে আসার পথে সাক্কু মিয়ার লোকজন তাঁর ওপর হামলা করেন। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ লাগে। এতে নিহত হন ফায়েজ মিয়া। আহত হয়েছেন কয়েকজন। তাঁদের মধ্যে গুরুতর আহত ফায়েজ উদ্দিনকে ঢাকায় পাঠানো হয়েছে।
একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।