কাপাসিয়ায় ছুরিকাঘাতে তিনজনকে হত্যার ঘটনায় মামলা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল দক্ষিণগাঁও চরপাড়া এলাকায় ছুরিকাঘাতে তিনজনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা সূত্র জানায়, অজ্ঞাতপরিচয়ের চারজনসহ মোট ১০ জনের নাম উল্লেখ করে কাপাসিয়া থানায় মামলা করেছেন নিহত ফারুক হোসেনের বাবা মো. আলম মিয়া। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর কথা আছে।
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল দক্ষিণগাঁও চরপাড়ায় মসজিদের সামনে ছুরিকাঘাতে তিনজনকে হত্যা করা হয়। এক নারীর দেওয়া ফেসবুক পোস্টে রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন কাপাসিয়া উপজেলার আড়াল দক্ষিণগাঁও চরপাড়া এলাকার আলম মিয়ার ছেলে মো. ফারুক হোসেন (২৫), মৃত আলম হোসেনের ছেলে নাঈম ইসলাম (১৪) ও মৃত হিরণের ছেলে রবিন হোসেন (১৫)। আহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কাপাসিয়া উপজেলার মির্জানগর গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. হৃদয় (২০) ও একই উপজেলার মামুরদি গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. ফাহিম (২২)। তাঁরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে সব ধরনের আইনি প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।