কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি, এক লাখ টাকা জরিমানা

আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে কাভার্ড ভ্যানে সিএনজি গ্যাস বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের আশ শেফা হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সাতকানিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাজু আহামেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এনামুল হকসহ পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।

দণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম আজিজুল হক (৪২)। তিনি সাতকানিয়া উপজেলার কেঁওতিয়া গ্রামের আবদুল হকের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে কাভার্ড ভ্যানে করে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস বিক্রি করার তথ্য পেয়ে আজ দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী আজিজুল হক নামের ওই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই গ্যাস বিক্রেতাসহ অন্য ব্যক্তিদের এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।