কালিয়াকৈরে ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাওনা-ফুলবাড়িয়া সড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় ট্রাকচাপায় কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর সিদ্দিকী (২২) কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি শ্রীপুরের মাওনা পিয়ার আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, তানভীর সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। মাওনা–ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে তানভীর ছিটকে পড়েন।

স্থানীয় লোকজন তানভীরকে উদ্ধার করে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করে।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।