কিশোরী ধর্ষণের ঘটনায় সালিস থেকে ২ আসামি গ্রেপ্তার
বরিশালের উজিরপুর উপজেলায় কিশোরী (১৩) ধর্ষণের ঘটনা মীমাংসার জন্য বসা সালিস থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার দুজন হলেন জসিম ঘরামী (৩৮) ও আল ইসলাম রাঢ়ী (৩৫)।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শোদ বলেন, সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনাটি মীমাংসার জন্য বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মামুন হাওলাদারের বাড়িতে সালিস বসানো হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামি জসিম ঘরামী ও আল ইসলাম রাঢ়ীকে গ্রেপ্তার করে। পরে আজ শুক্রবার দুজনকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মুঠোফোনের মাধ্যমে ওই কিশোরীর সঙ্গে জসিম ঘরামীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২ আগস্ট রাতে কিশোরীকে ফোন করে ডেকে জসিম ঘরামী তাঁর বন্ধু ইসলাম রাঢ়ীর বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনার পরদিন কিশোরীর বাবা বাদী হয়ে জসিম ঘরামী ও তাঁর বন্ধু ইসলাম রাঢ়ীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।