এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১১ আগস্ট দুপুরে ভুক্তভোগী তরুণী (১৫) দুই বান্ধবীকে নিয়ে কেরানীগঞ্জের পশ্চিম এমারগাঁও এলাকায় বেড়াতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কেরানীগঞ্জের আটি এলাকায় নাহার কমিউনিটি সেন্টারের সামনে আল আমিন ভুক্তভোগী তরুণীর বান্ধবীদের ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন।
পরে আল আমিন ওই তরুণীকেও ভয়ভীতি দেখিয়ে মধু সিটি আবাসিক প্রকল্পের একটি খালি প্লটের ভেতরে নিয়ে যান। একপর্যায়ে আরও কয়েকজন যোগ দিয়ে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করেন। মুঠোফোনে সে দৃশ্য ধারণের পর রাত আটটার দিকে বিষয়টি কাউকে না বলার হুমকি দিয়ে তরুণীকে ছেড়ে দেওয়া হয়।
বাসায় পৌঁছে তরুণী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারকে জানায়। এ ঘটনায় ১২ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়।