কেশবপুরে তিন সপ্তাহ ধরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি

করোনাভাইরাস পরীক্ষা
প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে তিন সপ্তাহ ধরে করোনাভাইরাসের কোনো সংক্রমণ পাওয়া যায়নি। এই সময়ে প্রতিদিন করোনা পরীক্ষা করা হলেও কারও পরীক্ষার ফলাফল পজিটিভ আসেনি, অর্থাৎ কারও করোনা শনাক্ত হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কেশবপুরে সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর রোগী শনাক্ত হন। এরপর আজ শনিবার পর্যন্ত কেশবপুরে কোনো করোনার রোগী পাওয়া যায়নি। গড়ে প্রতিদিন চার-পাঁচজনের নমুনা পরীক্ষা করা হলেও কোনো রোগী পাওয়া যাচ্ছে না।

কেশবপুরে ৩১ মার্চ প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এ পর্যন্ত উপজেলায় ২৩৮ জন রোগী শনাক্ত হন। যাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। অন্য সবাই সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ৯৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনার রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ ৪৮ জন সংক্রমিত হন।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, গত তিন সপ্তাহে কেশবপুরে কোনো করোনার রোগী নেই। প্রতিদিন নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলেও রোগীর সংখ্যা শূন্যের কোঠায়। তিনি আশা করেন, দ্বিতীয় পর্যায়ে আক্রান্ত হওয়ার আগপর্যন্ত হয়তো কেশবপুরবাসী ভালো থাকবেন।