কোম্পানীগঞ্জে কাদের মির্জার ডাকে অর্ধদিবস হরতাল পালিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আজ বৃহস্পতিবার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়। হরতালের সমর্থনে তাঁর নেতৃত্বে মিছিল বের হয়।
প্রথম আলো

নোয়াখালী ও ফেনীর দুই সাংসদের অপরাজনীতি বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং নোয়াখালীর ডিসি, এসপি, কোম্পানীগঞ্জ থানার ওসি ও পরিদর্শক তদন্তকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার ডাকে হরতাল পালিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলে দুপুর ১২টা পর্যন্ত। যদিও এর আগে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডাকা হয়েছিল। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার কারণে হরতাল দুই ঘণ্টা শিথিল করা হয়।

আজ সকালে হরতালের পক্ষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়। পিকেটিংকালে দলীয় নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। হরতালের কারণে বসুরহাট বাজারসহ বিভিন্ন বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বসুরহাট শহরের গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে পুলিশ মোতায়েন ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি প্রথম আলোকে বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে হরতাল চলে। হরতালের পক্ষে সকালে মেয়রের নেতৃত্বে মিছিল ও পিকেটিং হয়েছে। এ ছাড়া দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন সড়কে পিকেটিং করেছেন।

ওসি মীর জাহিদুল হক বলেন, পিকেটিংকালে আবদুল কাদের মির্জা বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সেখান থেকে সরে যেতে বলেন। এ ছাড়া মিছিলকালে তাঁর সঙ্গে থাকা দলীয় নেতা-কর্মীরা ডিসি-এসপি ও তাঁর (ওসি) বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। হরতালে কর্তব্যরত পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলে তিনি বলেন।

প্রসঙ্গত, ফেনী ও নোয়াখালীর দুই সাংসদের বিরুদ্ধে অপরাজনীতি বন্ধে ব্যবস্থা গ্রহণ, নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গত সোমবার রাত আটটা থেকে কোম্পানীগঞ্জ থানাফটকে অবস্থান ধর্মঘট শুরু করেন কাদের মির্জা। গতকাল সকাল থেকে লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করেন তিনি। এরপর সকাল ১০টার দিকে অবস্থান কর্মসূচি ও হরতাল সাময়িকভাবে প্রত্যাহার করেন তিনি। তখন তিনি আজ অর্ধদিবস হরতালসহ নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিদিন (যত দিন পর্যন্ত দাবি মানা না হয়) থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন