খবর ছিল ফেনসিডিল পাচারের, তল্লাশিতে উদ্ধার বিদেশি পিস্তল

বগুড়া জেলার মানচিত্র

বগুড়া শহরে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ এক তরুণকে আটক করেছে র‌্যাব। আজ সোমবার ভোর পাঁচটার দিকে বগুড়া শহরের উপকণ্ঠে বনানী এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।

আটক তরুণের নাম সানোয়ার হুসেন (২২)। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাংগাপাড়া এলাকার হজরত আলীর ছেলে।

আজ ভোররাতে বগুড়া শহরের উপকণ্ঠে পর্যটন মোটেলের সামনে তল্লাশিচৌকি বসানো হয়।

র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির কমান্ডার ও স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আটক সানোয়ার হুসেনকে বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্পেশাল কোম্পানির কাছে গোয়েন্দা তথ্য ছিল পঞ্চগড় থেকে ঢাকায় যাত্রা করা একটি দূরপাল্লার কোচে একজন ফেনসিডিল পাচার করে নিয়ে যাচ্ছেন। ওই তথ্যের ভিত্তিতে আজ ভোররাতে বগুড়া শহরের উপকণ্ঠে পর্যটন মোটেলের সামনে তল্লাশিচৌকি বসানো হয়। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ওই কোচ সেখানে পৌঁছালে তা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী সানোয়ার হুসেনের কাছ থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।