default-image

খুলনার বয়রা নূর নগর এলাকার করোনা হাসপাতালে ১৫ ঘণ্টার মধ্যে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে তাঁরা মারা যান। মারা যাওয়া তিনজন হলেন সিদ্দিকুর রহমান (৬০), আয়েশা খাতুন (৬০) ও সলেমান বিশ্বাস (৬২)।

বিজ্ঞাপন

হাসপাতালের সমন্বয়ক শেখ ফরিদ উদ্দিন বলেন, আজ সকাল নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকুর রহমান মারা যান। তাঁর বাড়ি নড়াইলের কালিয়ার উপজেলায়। করোনা পজিটিভ হয়ে তিনি গত ৩১ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সকালে গোপালগঞ্জ সদর উপজেলার আয়েশা খাতুনেরও মৃত্যু হয়েছে। গত ২৯ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যান সলেমান বিশ্বাস। করোনা পজিটিভ হয়ে গত ৫ আগস্ট রাতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর বাড়ি যশোর সদরের বলাডাঙ্গায়।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন