খুলনা বিভাগে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের হার

করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এ সময়ে ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩৩১ জন। আজ শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। আগের দিনের চেয়ে শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হয়েছে। ফলে শনাক্ত কমেছে। তবে বেড়েছে শনাক্তের হার ও মৃত্যু।

বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৫৪৫ জনের। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৭ হাজার ৫৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় শনাক্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে, সেখানে সম্প্রতি শনাক্ত হয়েছেন ১৮ হাজার ২৩ জন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চে।

গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মোট ১ হাজার ৮৯৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ১৬ শতাংশ। আগের ২৪ ঘণ্টার চেয়ে ২২২টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ৭ দশমিক ৭৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ খুলনায় ৩৬ জন। এ ছাড়া চুয়াডাঙ্গায় ১১, ঝিনাইদহে ২৩, যশোরে ২৪, নড়াইলে ৭, সাতক্ষীরায় ১৭, বাগেরহাটে ৩, মাগুরায় ২, মেহেরপুরে ৩ ও কুষ্টিয়ায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৭০। মৃত্যুর হার ২ দশমিক ৭৮ শতাংশ। করোনায় মারা যাওয়া সর্বশেষ পাঁচজনের মধ্যে কুষ্টিয়ায় তিনজন, যশোর ও মেহেরপুরে একজন করে রয়েছেন।

বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৭৮ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৪৮ জনের। এ ছাড়া যশোরে ৪৭৬, ঝিনাইদহে ২৬৪, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮০, বাগেরহাটে ১৪২, নড়াইলে ১১৫, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।

১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২ হাজার ২৪ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ২৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও প্রতিদিন কমছে। আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ৫ হাজার ৪৫১ জন। তাঁদের মধ্যে ৩০৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাসায় রয়েছেন।