খুলনা বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত ১৭৬

করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ৩৪ দিনের মধ্যে এটিই বিভাগে সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্ত হওয়ার রেকর্ড। এ নিয়ে বিভাগে মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ৩৩ হাজার ৩৭৮।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত রোগী মারা গেছেন দুজন। মোট মৃত্যুর সংখ্যা ৬২২। এর আগে গত ২১ এপ্রিল এ বিভাগে ১ দিনে সর্বোচ্চ ১৮৪ জন রোগী শনাক্ত হওয়ার রেকর্ড ছিল।

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৮৫ জনসহ এ বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩০ হাজার ৮৫৫ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ১৬ থেকে ২৫ মে এই ১০ দিনে বিভাগে ১ হাজার ১৪৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৭ জন।

এর আগের ১০ দিনে (৬ থেকে ১৫ মে) বিভাগে ৬৪৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। মারা যান ১১ জন। অর্থাৎ ঈদের পর শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে।

বিভাগের ১০ উপজেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৭ জন শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। তাঁদের মধ্যে ৫৭ জনই খুলনা নগরের বাসিন্দা। তবে এ সময় মাগুরায় কারও করোনা শনাক্ত হয়নি।