খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৪

করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা ও চুয়াডাঙ্গা জেলার ২ জন করে রয়েছেন। বিভাগের ১০ জেলায় একই সময়ে নতুন করে ১০৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে খুলনা বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪। এর মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৬৭ জন, কুষ্টিয়ায় ১০৯ জন, যশোরে ৭৭ জন, চুয়াডাঙ্গায় ৫৬ জন, ঝিনাইদহে ৫৫ জন, সাতক্ষীরায় ৪৪ জন, বাগেরহাটে ৩৮ জন, নড়াইলে ২৬ জন, মাগুরায় ২৩ জন এবং মেহেরপুরে ১৯ জন মারা গেছেন। মৃত্যুর হার ১ দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ৪৫ জন। তাঁদের সবাই খুলনা নগরের। এ ছাড়া বাগেরহাটে ও যশোরে রয়েছেন ১ জন করে, চুয়াডাঙ্গায় ১০ জন, ঝিনাইদহে ৭ জন, মেহেরপুরে ৪ জন, সাতক্ষীরায় ১৩ জন এবং কুষ্টিয়ায় ২৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এই সময়ে মাগুরা ও নড়াইলে নতুন কোনো রোগী শনাক্ত হননি।

বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্তদের মধ্যে ৬৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত সুস্থ হলেন ৩০ হাজার ৫৭১ জন। সুস্থতার হার প্রায় ৯৩ শতাংশ।

গত ৪৫ দিনে বিভাগে ১২৮ জন করোনায় মারা গেছেন। ২১ শতাংশ মারা গেছেন গত দেড় মাসে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনের তথ্য ঘেঁটে জানা গেছে, গত ৪৫ দিনে বিভাগে ১২৮ জন করোনায় মারা গেছেন। মোট মারা যাওয়া ব্যক্তিদের ২১ শতাংশ মারা গেছেন গত দেড় মাসে। একই সময়ে বিভাগে ৫ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬১১ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৪ জন। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ জন, যার ৪ জন আছেন আইসিইউতে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ৯ হাজার ৮৩৪ রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরেই শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬ জন। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৭২ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ৯২০ জন, যশোরে ৬ হাজার ৬৫০ জন, ঝিনাইদহে ২ হাজার ৮৬৩ জন, কুষ্টিয়ায় ৪ হাজার ৭৮২ জন, মাগুরায় ১ হাজার ২৫০ জন, মেহেরপুরে ৯৫৭ জন, নড়াইলে ১ হাজার ৮৫২ জন ও সাতক্ষীরায় ১ হাজার ৩৯০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।