default-image

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুজন হলেন মো. ইসমাঈল হোসেন (৩৬) ও আবুল কালাম (৩০)। নিহত ইসমাঈল চাঁদপুরের কচুয়া থানার আলী মিয়ার ছেলে। আবুল কালাম একই থানার মুসলিম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরের দিকে ওই দুই পথচারী ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে প্রচণ্ড কুয়াশা ছিল। সড়কের কয়েক মিটার দূরত্বে কিছুই দেখা যাচ্ছিল না। ভোর সাড়ে চারটার দিকে ইসমাঈল ও আবুল কালাম জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাঁদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ওই দুজন ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. সালাহউদ্দিন প্রথম আলোকে জানান, কুয়াশার কারণে মহাসড়কের গজারিয়া অংশে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। তিনি আরও বলেন, কুয়াশার সময় মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা উচিত। নয়তো এর চেয়ে বড় দুর্ঘটনাও ঘটতে পারে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন