গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আদালতের রায়
প্রতীকী ছবি

গাইবান্ধায় মাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় দেওয়ার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিত ব্যক্তির নাম মো. জিয়াউল হক (৪৩)। তাঁর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামে। তিনি ওই গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে নেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ এ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১২ জুন জিয়াউল তাঁর ছোট ভাই জোবায়ের খন্দকারের কাছে টাকা চান। জোবায়ের টাকা দিতে রাজি না হওয়ায় জিয়াউল তাঁকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মারতে যান। এ সময় তাঁর মা জহুরা বেগম বাধা দিতে এলে তিনি তাঁকে মারধর করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন জহুরা বেগমকে গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জহুরা বেগম মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির স্বামী নুরুল ইসলাম খন্দকার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা করেন।