গাজীপুরে স্কুলের ভেতরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের কালিয়াকৈরে বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে ওই স্কুলের ভেতরে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো বড়ইবাড়ী এলাকার ছানোয়ার খানের ছেলে নয়ন খান, সুমন খানের ছেলে রিফাত খান, পাশের মজুদপাড়া এলাকার ইয়ানুছ আলীর ছেলে মো. আকাশ, একই এলাকার নুরু খানের ছেলে নাহিদ, আষাড়িয়াবাড়ি এলাকার বাবুল মিয়ার ছেলে সিয়াম হোসেন।

স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, আজ দুপুরে আষাড়িয়াবাড়ি এলাকার এসএসসি পরীক্ষার্থী নীরব তার বহিরাগত বন্ধু সিয়াম, আদিল, রাকিবসহ কয়েকজনকে নিয়ে ওই স্কুলের মধ্যে যায়। এ সময় তাদের সঙ্গে ওই স্কুলের শিক্ষার্থী নয়ন, রিফাত, আকাশসহ কয়েকজনের কথা–কাটাকাটি হয়। পরে কথা–কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বহিরাগত ব্যক্তিদের কাছে থাকা কাঁচি দিয়ে তারা স্কুলের শিক্ষার্থীদের এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করে। খবর পেয়ে স্থানীয় লোকজন স্কুলের ভেতরে গিয়ে বহিরাগত তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় ও বহিরাগত কয়েকজন স্কুলের ভেতরে এককোণে বটগাছের নিচে বসে মাদক সেবন করছিল। বিষয়টি টের পেয়ে ওই স্কুলের কয়েকজন শিক্ষার্থী বাধা দেয়। এ সময় কথা–কাটাকাটির একপর্যায়ে বহিরাগত ব্যক্তিরা তাদের কাছে থাকা কাঁচি দিয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি আঘাত করে।

তবে বহিরাগতদের মধ্যে মো. সিয়াম নামের একজন বলে, ‘আমরা সেখানে মাদক সেবন করছিলাম না। বেশ কয়েক দিন আগে তাদের সঙ্গে আমাদের মারামারি হয়েছিল। শনিবার আমার এক বন্ধু প্রবেশপত্র আনতে স্কুলে গেলে পূর্বশত্রুতার জেরে তারা আমাদের ওপর হামলা চালায়।’

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেনি। পূর্বশত্রুতার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।