গুরুদাসপুরে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১০

গ্রেপ্তার
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাত ১০টায় শহরের চাঁচকৈড় বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। কম্পিউটার থেকে গান ও সিনেমা লোডের ব্যবসার আড়ালে তাঁরা পর্নো ভিডিও বিক্রি করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আটক ব্যক্তিরা হলেন মো. মুকুল হোসেন, সৌরভ হোসেন, রাকিবুল হাসান, আল আমিন, রুবেল হোসেন, আশিকুর রহমান, তারিকুল ইসলাম, উজ্জ্বল ইসলাম, রাজদুল ইসলাম ও আল আমিন। চাঁচকৈড় বাজারে তাঁদের সবার নিজস্ব দোকান আছে।

র‍্যাব সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী ও কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ওই অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিদের ব্যবহৃত ১০টি কম্পিউটার, মনিটর, হার্ডডিস্ক, মাউস, কি–বোর্ড, কেব্‌ল জব্দ করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।