গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাপায় শিক্ষার্থী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-নাকাই সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল (১৪) গাইবান্ধা শহরের গোরস্থানপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। এ সময় রাকিবুলের সঙ্গে থাকা অপর এক শিক্ষার্থী আহত হয়েছে।
পুলিশ জানায়, আজ বেলা পৌনে ১১টার দিকে রাকিবুলসহ দুই কিশোর মোটরসাইকেলে গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। গোবিন্দগঞ্জ-নাকাই সড়কের নতুন বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিবুলের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর এক কিশোর আহত হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আহত কিশোরকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।