গোয়ালন্দ পৌর মেয়রের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা শেখ মো. নিজামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ। ৪ জানুয়ারি চিঠিটি পাঠানো হয়েছে।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১০ ডিসেম্বর অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তফা মুন্সীকে মনোনয়ন দেওয়া হয়। দলের ওই সিদ্ধান্ত না মেনে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য শেখ মো. নিজাম এবং তাঁর পরিবারের সদস্যরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। এমনকি তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারী ও পরিবারের সদস্যদের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় দলীয় নেতা–কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গত ২৭ ডিসেম্বর পৌর আওয়ামী লীগ এবং ২৯ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সভায় সর্বসম্মতিতে গোয়ালন্দের মেয়র শেখ মো. নিজামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ৪ জানুয়ারি ওই সিদ্ধান্তসংবলিত চিঠিটি জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা। কোথায় শৃঙ্খলা ভঙ্গ করলাম, তা জানানো হয়নি।
তবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগের বিষয়ে গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, ‘উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা। কোথায় শৃঙ্খলা ভঙ্গ করলাম, তা জানানো হয়নি বরং উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আমি ব্যক্তিগতভাবে যে কষ্ট করেছি, তা সবাই জানে। বারবার নির্বাচন স্থগিত হওয়ায় পরে আমি কিছু কারণে নীরব ছিলাম।’ তিনি বলেন, আগামী পৌরসভা নির্বাচনে যাতে আমি দলীয় মনোনয়ন না পাই, সে জন্য একটি পক্ষ কেন্দ্রে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগটি দিয়েছে। তবে দল আমাকে মনোনয়ন না দিলে পৌরসভা নির্বাচন করব না।
এ বিষয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেন মেয়র শেখ মো. নিজাম। এ কারণে গোয়ালন্দ পৌর ও উপজেলা আওয়ামী লীগ সভা করে পৌরসভার মেয়র শেখ মো. নিজামের বিরুদ্ধে জেলা কমিটির কাছে অভিযোগ দিয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে মেয়রের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে চিঠি পাঠানো হয়েছে।