গৌরীপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে বৃদ্ধ নিহত

লাশ
প্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অচিন্তপুর ইউনিয়নের শাহাগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়।

নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৬০)। তিনি অচিন্তপুর ইউনিয়নের কান্দার গ্রামের বাসিন্দা। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মজুমদার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শাহাগঞ্জ বাজারে একটি সালিস চলছিল। এ সময় পাগলা ও কান্দার গ্রামের বাসিন্দাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই গ্রামের অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আবুল কালামের মৃত্যু হয়।

ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে অচিন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জায়েদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

ওসি মনিরুজ্জামান মজুমদার আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আজ শুক্রবার দুপুর পৌনে ১২টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্তের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।