ঘরে ঢুকে পড়ল ট্রাক, প্রাণ হারালেন ঘুমন্ত দম্পতি
জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকচাপায় ঘুমন্ত দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার ভোর চারটার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের গারোহাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। সারভর্তি ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে এটি সড়কের পাশের ওই বাড়িতে ঢুকে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
নিহত দম্পতি হলেন মো. জয়নাল আবেদীন (৪৫) ও তাঁর স্ত্রী হাসিনা বেগম (৩৬)। জয়নাল পেশায় কৃষক ছিলেন। দুর্ঘটনার সময় একই ঘরের ভিন্ন খাটে জয়নাল-হাসিনার ছয় বছরের নাতিও ঘুমিয়ে ছিল। অল্পের জন্য ওই শিশু প্রাণে বেঁচে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নালের ঘরটি বকশীগঞ্জ-রৌমারী সড়কের পাশেই ছিল। প্রতিদিনের মতো গতকাল রাতে তাঁরা ওই ঘরে নাতিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ভোর চারটার দিকে সারভর্তি একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি তাঁদের ঘরে ঢুকে পড়ে। এ সময় ট্রাক ঢুকে পড়ার শব্দে প্রতিবেশীরা ছুটে এসে ওই শিশুকে উদ্ধার করে। দুর্ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে।
ওই দম্পতির আত্মীয় মো. মিলন মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সবাই শোকাহত। ট্রাকচালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমিয়ে না পড়লে এ ঘটনা ঘটার কোনো কারণ নেই। ওই ট্রাকচালককে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন তিনি।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সার জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে এটি মামলা আকারে নেওয়া হবে।