চট্টগ্রামে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৯

করোনাভাইরাস
ছবি: রয়টার্স

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ৫৯৮ জন মারা গেলেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নগরের ৪৩৪ জন। আর বিভিন্ন উপজেলার ১৬৪ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫২ হাজার ৬৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮২৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১১৯ জনের করোনা পজিটিভ আসে।

গত ২৪ ঘণ্টায় যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে নগরের ৭৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪১ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন নগরের। অন্য তিনজন নগরের বাইরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের ২৪ ঘণ্টায় (শনিবার) চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়। শনাক্ত হয় ৮০ জন। এদিন ৬৩৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল।

গত শুক্রবার করোনায় মৃত্যুহীন একটি দিন পার করে চট্টগ্রাম। এদিন ১ হাজার ১৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৩৭ জনের করোনা পজিটিভ আসে।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে করোনায় তিনজনের মৃত্যু হয়। এদিন ১ হাজার ১২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১১৬ জনের করোনা পজিটিভ আসে।

গত বুধবার চট্টগ্রামে করোনায় দুই ব্যক্তির মৃত্যু হয়। ১৬৮ জনের করোনা শনাক্ত হয়। এদিন ১ হাজার ১৪৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।