ফাইল ছবি: প্রথম আলো

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত তিনজন মারা গেছেন। একই সময়ে নতুন করে রেকর্ড ৬০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ শতাংশ।

আজ শনিবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৪ হাজার ২৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৫৭ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৩৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার আছেন ১৬৭ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজন শহরের ও একজন উপজেলার বাসিন্দা।

এর আগের দিন চট্টগ্রামে ২ হাজার ১০০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৭ শতাংশের বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় ১০ ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।