চট্টগ্রামে জাহাজভাঙার সময় বিস্ফোরণে ১ জনের মৃত্যু, আহত ৩

জাহাজভাঙার কাজ ঝুঁকিপূর্ণ হলেও বাংলাদেশে অনেক জায়গায় সুরক্ষাব্যবস্থা না নিয়েই তা করা হয়ে থাকে।
ফাইল ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটে জাহাজভাঙা কারখানায় আগুনে ঝলসে এক শ্রমিক নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে এস এন করপোরেশন নামে একটি জাহাজভাঙা শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রিপন চাকমা (৩১)। আহতরা হলেন মো. সোহেল (৩০), মো. মিন্টু (৪২) ও রকেট হোসেন (২৪)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. ফারুক ঘটনাস্থল থেকে প্রথম আলোকে জানান, একটি জাহাজে লোহা কাটার সময় গ্যাস থেকে আগুন ধরে ছোটখাটো একটি বিস্ফোরণ হয়। পরে চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়।

এই পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় আরও বেশি হতাহত হয়েছে বলে বিভিন্নজন বলছেন। কিন্তু এখন পর্যন্ত সত্যতা পাওয়া যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।