চট্টগ্রামে তিন মাস পর করোনায় তিনজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সব শেষ ২৪ ঘণ্টায় ৩ ব্যক্তি মারা গেছেন। একই সময় জেলায় ৭৪২ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সব শেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৭১৯। মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৩৮।

গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৬ শতাংশ।

শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৯৭ জন। উপজেলার ১৪৫ জন।

মারা যাওয়া তিনজনই নগরের বাসিন্দা।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টার আগে গত বছরের ৬ অক্টোবর করোনায় ৩ জন মারা গিয়েছিলেন। সেই হিসাবে তিন মাসের বেশি সময় পর চট্টগ্রামে করোনায় তিনজনের মৃত্যু হলো।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৫০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ শতাংশ। একই সময়ে চট্টগ্রামে নতুন করে কেউ মারা যাননি।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।