চট্টগ্রামে ভেঙে পড়ল বিএনপির সমাবেশ মঞ্চের একাংশ
চট্টগ্রাম নগরে ভেঙে পড়েছে বিএনপির সমাবেশ মঞ্চের একাংশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বাকলিয়ার কেভি কনভেনশন হলের মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সমাবেশে এ ঘটনা ঘটে। এ সময় হুড়োহুড়িতে কয়েকজন নেতা-কর্মী সামান্য আহত হন, তবে সমাবেশ বন্ধ হয়নি, ওই মঞ্চেই চলছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। আজ বেলা দুইটা থেকে সমাবেশ শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, মঞ্চে শ খানেক নেতা-কর্মীর বসার স্থান থাকলেও এতে ৩০০ থেকে ৩৫০ নেতা-কর্মী বসেন। এতে একপর্যায়ে মঞ্চের একাংশ কাত হয়ে ভেঙে পড়ে।
ঘটনাস্থলে থাকা বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক প্রথম আলোকে জানান, মঞ্চের একাংশ ভেঙে পড়লেও কেউ তেমন আহত হননি, সমাবেশ চলছে।