চট্টগ্রাম করোনায় আরও ৭ জনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও সাতজন  মারা গেছেন। একই সময়ে নতুন করে ৫৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মোট ৪৩০ জন মারা গেলেন। তার মধ্যে ৩১৫ জন শহরের। বাকি ১১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৪৪ হাজার ৮৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে শহরের ৩৫ হাজার ৯৮৩ জন। বিভিন্ন উপজেলার ৮ হাজার ৮৭৭ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫৪১ জনের করোনা পজিটিভ আসে। সংক্রমণ হার প্রায় ২১ শতাংশ।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানান, গত ২৪ ঘণ্টায় যে ছয়জন করোনায় মারা গেছেন, তাঁরা সবাই চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে চট্টগ্রাম শহরের ছয়জন। উপজেলার একজন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।