চাঁদপুরে প্রথম করোনা টিকা নেবেন জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ ১০ জন। আগামীকাল রোববার সকাল ১০টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, যে ১০ জন প্রথম টিকা নেবেন, তাঁরা হলেন ২৫০ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নার্স ফেরদৌসী জাহান লাভলী, ২৫০ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ফোকাল পারসন ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুজাউদ্দৌলা রুবেল, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী মাসুম, মুক্তিযোদ্ধা মুনির আহমেদ ও চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক মো. সহিদ উল্লাহ।
সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরে প্রথমবার ১০ জনকে টিকা দেওয়া হবে।
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘নিজেকে সুরক্ষিত রাখতে ভয়ভীতিকে তোয়াক্কা না করে আমি এই টিকা দেব। আমার দেখাদেখি আমার চাঁদপুরের সবাই এই টিকা দিতে আগ্রহী হবেন।’
প্রথম টিকা দেবেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। তিনি বলেন, ‘আমাকে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস থেকে টিকা দেওয়ার বিষয়ে নিশ্চিত করা হয়। এতে আমি ভীত নই। অনেক খুশি। আমি টিকা নেওয়ার পর সবাইকে টিকা দেওয়ার বিষয়ে উৎসাহিত করব। পরামর্শ দেব।’
জেলায় ২৬ লাখ জনসংখ্যার বিপরীতে করোনাভাইরাসের টিকা এসেছে ৭২ হাজার।