চাঁদপুরে ফায়ার সার্ভিসের লিডার ইমরানের দাফন সম্পন্ন

মঙ্গলবার সকাল ৮টার দিকে চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের সিংআড্ডা গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে ইমরান হোসেন মজুমদারের মরদেহ দাফন করা হয়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার সার্ভিসের লিডার ইমরান হোসেন মজুমদারের (৪০) দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের সিংআড্ডা গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ দুই হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, গতকাল সোমবার রাতে ইমরান হোসেন মজুমদারের লাশ চাঁদপুরে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি আরও বলেন, ‘আমি ইমরান হোসেনের পরিবারের সঙ্গে কথা বলেছি। এখন থেকে যেকোনো প্রয়োজনে ফায়ার সার্ভিস তাঁর পরিবারের পাশে আছে এবং থাকবে।’

গত শনিবার সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজে গিয়ে আরও আট সহকর্মীর মতো বিস্ফোরণে নিহত হন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত লিডার ইমরান হোসেন মজুমদার। ঘটনার পর পরিবারের লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলেও মরদেহ শনাক্ত করতে পারেননি। গতকাল রাতে ডিএনএ নমুনা ও ইউনিফর্মের মাধ্যমে তাঁর লাশ শনাক্ত করা হয়। এরপর রাতেই লাশ তাঁর নিজ গ্রামে আনা হয়।

আরও পড়ুন

উত্তর কচুয়ায় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফরিদ বলেন, ইমরান হোসেন মজুমদার বাংলাদেশ ফায়ার সার্ভিসে ২০০১ সালে ফায়ারম্যান হিসেবে যোগ দেন। তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই সন্তান আছে।