চাঁদপুরে মাস্ক না পরায় আড়াই ঘণ্টায় ১৪৩ জনকে জরিমানা

মাস্ক না পরায় ১৪৩ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার চাঁদপুরের ইলিশ চত্বরে।
প্রথম আলো

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক না পরা লোকজনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের অঙ্গীকার পাদদেশে, ইলিশ চত্বর, বাবুরহাট বাজার ও ওয়্যারলেস বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন। এতে মাস্ক না পরার কারণে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের ১৪৩ জন চালক ও যাত্রীকে জরিমানা করা হয়। এ সময় মামলা করা হয় ১৩১টি।

মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে প্রধানমন্ত্রী অনেক আগেই নির্দেশনা দিয়েছেন। চাঁদপুর জেলা প্রশাসন থেকেও মাস্ক পরা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপরও অধিকাংশ মানুষ মাস্ক ছাড়া চলাফেরা করছেন। তাই বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে। এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতেও যদি মানুষ একটু সচেতন হন।