চাটমোহরে ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

পাবনার চাটমোহর উপজেলায় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানূর রহমান নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৌলানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ইয়ানূর উপজেলার পৌলানপুর গ্রামের দুলাল হোসেন ছেলে। সে পৌলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণিতে পড়ত।

শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা ঘরের বাইরে ছিল। এ সময় ইয়ানূর ঘরে ঢুকে ফ্যান চালু করার জন্য সুইচ দিতে যায়। সুইচ ত্রুটিপূর্ণ থাকায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ওই শিশুর বাড়ি ঘুরে এসেছি। অসাবধানবশত শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সন্তানকে হারিয়ে মা-বাবা দিশাহারা হয়ে পড়েছেন।’