চার মাস পর রাজশাহী বিভাগে দৈনিক সংক্রমণ ১০০ ছাড়াল

করোনা শনাক্ত
প্রতীকী ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা) ১১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২ শতাংশ ছাড়িয়েছে। সর্বশেষ গত বছরের ৯ সেপ্টেম্বর ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর দৈনিক সংক্রমণ আর ১০০ জন ছাড়ায়নি।

আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৯৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় প্রায় অর্ধেক কমেছে। এর আগের দিন ১ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্ত ছিল ৪ দশমিক ৬৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, নতুন সংক্রমিত ১১৭ জনের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ২৯ জন, বগুড়ার ২৫, জয়পুরহাটের ২৪, পাবনার ১৭, সিরাজগঞ্জের ১৩, নাটোরের ৬ ও নওগাঁর ৩ জন রয়েছেন। এদিন নমুনা পরীক্ষা না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে কারও করোনা শনাক্ত হয়নি। নতুন সংক্রমিত ১১৭ জন নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭৭। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৪৭৯ জন। নতুন ১ জনসহ এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৬৯৪ জন। তবে সংক্রমণের তুলনায় হাসপাতালগুলোতে ভর্তি খুব বেশি বাড়েনি। গত ২৪ ঘণ্টায় ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে সরকার ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ দিলেও মাঠপর্যায়ে এর কার্যকারিতা দেখা যাচ্ছে না। আগের বছরগুলোর মতো কোনো প্রচার-প্রচারণাও করা হচ্ছে না। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার বলেন, সারা দেশের মতো রাজশাহীতেও করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এ অবস্থায় মাস্ক পরা জরুরি। টিকাও নিতে হবে।