চুয়াডাঙ্গায় বালুবাহী ট্রাক্টরের চাপায় স্কুলছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বালুবাহী ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে দর্শনা পৌরসভার মেমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম মো. আল আমিন হোসেন (১২)। সে দর্শনা কলেজপাড়ার তালতলা এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে ও মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আল আমিন সাইকেল চালিয়ে মেমনগর এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে তার সাইকেলের চেইন পড়ে যায়। রাস্তার পাশে বসে চেইন তোলার সময় বালুবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, নিহত আল আমিনের পরিবার মামলা করতে আগ্রহী নয়। তাই সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর চালক দুর্ঘটনাকবলিত ট্রাক্টর নিয়ে পালিয়ে গেছেন।