যশোরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের শাবলের আঘাতে আবদুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আবদুর রহমান ওই গ্রামের দেলোয়ার দফাদারের ছেলে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবার সূত্রে জানা গেছে, আবদুর রহমানের সঙ্গে তাঁর চাচাতো ভাতিজা মফিজের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রোববার বিকেলে আবদুর রহমানের বাড়ির ভেতর জমি নিয়ে মফিজ ও তাঁর ভাই আবদুল আজিজের বাগ্বিতণ্ডা হয়। সেখানে মফিজের ছেলে ইসমাইল (২৬) একটি শাবল দিয়ে আবদুর রহমানের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাঁকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পরে তিনি মারা যান।
যশোর পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সরকার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে আবদুর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।