জামালপুরে সয়াবিন তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের মেলান্দহ উপজেলায় খোলা সয়াবিন তেল মজুত করার দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা ১২টার দিকে মেলান্দহ বাজার এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম।

তেল মজুত করা দুই ব্যবসায়ী হলেন মেলান্দহ বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজের মালিক প্রাণ কুমার ও জননী তেল ভান্ডারের মালিক সিরাজুল ইসলাম। তাঁদের দুজনের গুদামে ৮১ হাজার লিটার খোলা সয়াবিন তেল মজুত করা ছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলামের নেতৃত্বে ওই বাজারের দুটি গুদামে অভিযান চালানো হয়। মেসার্স তপু এন্টারপ্রাইজের গুদামে ৫৬ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের মালিক প্রাণ কুমারকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে জননী তেল ভান্ডারের গুদামে ২৫ হাজার লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম বলেন, খোলা সয়াবিন তেল মজুত রাখায় দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের ন্যায্যমূল্যে তেল বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।