জামালপুর-বগুড়া নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন

জামালপুর-বগুড়া নৌপথে আজ বুধবার ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল এলাকায়
ছবি: প্রথম আলো

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল থেকে বগুড়ার সারিয়াকান্দি খেয়াঘাট পর্যন্ত নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও জামালপুর-৩ আসনের সাংসদ মির্জা আজম।

আজ বেলা ১১টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী হেলিকপ্টারে মাদারগঞ্জ উপজেলার জামথল এলাকায় পৌঁছান। সেখানে তিনি মতবিনিময় সভায় অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বগুড়া-১ আসনের সাংসদ শাহদারা মান্নান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন প্রমুখ। এ ছাড়া জামালপুর ও বগুড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুর ও বগুড়া জেলার মধ্যে যমুনা নদীর নৌপথে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেন সাংসদ মির্জা আজম। অবশেষে দুই জেলার মানুষের স্বপ্নের নৌপথে ফেরি সার্ভিস চালু হলো। আজ থেকে যমুনার দুই পাড় থেকে যাত্রী ও ছোট গাড়ি পারাপার শুরু হলো। এই ফেরি সার্ভিস পূর্ণাঙ্গভাবে চালু করতে আরও বেশ কয়েক মাস সময় লাগবে। এখনো কোনো ফেরিঘাট নির্মিত হয়নি।

বিআইডব্লিউটিএ ২০০ আসনবিশিষ্ট শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত সি–ট্রাক দিয়ে এই সার্ভিসের শুরু করে। বর্ষা মৌসুমে দুই ঘাটের মধ্যে দূরত্বের ১০ কিলোমিটার যেতে সময় লাগবে ৪০ মিনিট। সি-ট্রাকটি এই নৌপথে দিনে চারবার চলাচল করবে। এতে যাত্রীদের ভাড়া ও সময় দুটোই বাঁচবে। নৌকার চেয়ে অনেকটাই ঝুঁকিমুক্তভাবে যাত্রীরা চলাচল করতে পারবেন। এই সার্ভিসের কারণে উত্তরবঙ্গের যাত্রীদের মাদারগঞ্জ হয়ে ময়মনসিংহ ও ঢাকায় যাতায়াত সহজ হবে। বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াতের চেয়ে ৯০ কিলোমিটার পথ কম পাড়ি দিতে হবে। যাতায়াতে সময়ও প্রায় তিন ঘণ্টা কমে আসবে।