ঝালকাঠিতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

ঝালকাঠিতে মাদক মামলায় মো. জামাল হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামাল হোসেন ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাঠি বাস্তুহারা এলাকার মৃত মিনহাজ হাওলাদারের ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলে থানা-পুলিশ নিশ্চিত করেছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন না।

আদালতের নথি ও মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল র‌্যাব-৮-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জামাল হোসেনের পূর্ব চাঁদকাঠির বাসায় তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরের দিন জামালকে গ্রেপ্তার দেখিয়ে র‌্যাব-৮–এর সহকারী উপপরিচালক (ডিএডি) মো. নায়েব আলী ঝালকাঠি সদর থানায় মাদক আইনে মামলা করেন। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক আবদুল বারেক ওই মাসে আদালতে অভিযোগপত্র দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আ স ম মোস্তাফিজুর রহমান। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবদুল আলীম।