ঝিনাইগাতীতে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। আজ শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কালীবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, আজ দিবাগত রাত তিনটার দিকে কালীবাড়ি বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে বাজারের ব্যবসায়ী মো. শাহজালালের মালিকানাধীন রিফাত ইলেকট্রিক ও মো. আলতাফের মালিকানাধীন সাদিক ডেকোরেটর নামের দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

এতে দুটি দোকানে থাকা বিভিন্ন মূল্যবান ইলেকট্রিক ও ডেকোরেটরের সামগ্রী ভস্মীভূত হয়। ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

খবর পেয়ে ঝিনাইগাতী ও শেরপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. শাহজালাল আজ দুপুরে বলেন, তাঁর দোকানে ১০ লাখ ও আলতাফের দোকানে ৫ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

ঝিনাইগাতী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সংবাদ পাওয়া মাত্রই তাঁরা ঘটনাস্থলে যান এবং দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।