ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, করোনা শনাক্তের হার ৪৬ শতাংশের ওপরে

করোনাভাইরাস
প্রতীকী ছবি

ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। তাঁর বাড়ি মাগুরা জেলায়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৮।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ২০৫ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। এর মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৩৪ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৯১।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৯১।

এদিকে, জেলায় করোনা শনাক্তের হার দিন দিন বৃদ্ধি পেলেও লোকজনের স্বাস্থ্যবিধি মানায় অনীহা রয়ে গেছে। হাটবাজার, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানে মাস্ক ছাড়াও কেনাবেচা করছেন ক্রেতা-বিক্রেতারা। শহরের চলাচলে বিধিনিষেধ থাকলেও সে নির্দেশনাও মানতে দেখা যাচ্ছে না। গাদাগাদি করে হাটবাজারে চলাচল করতে দেখা গেছে লোকজনকে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ বলেন, ৫০ শয্যার করোনা ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি আছেন। স্থান সংকুলান না হওয়ায় ৫০ শয্যার নতুন আরেকটি করোনা ওয়ার্ড খোলা হয়েছে। সেই সঙ্গে সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ভিড়ও বেড়েছে।