ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ৯০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

করোনাভাইরাসের প্রতীকী ছবি

ঝিনাইদহ জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে চারজনের। ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে তিনজন ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা গেছেন। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জেলা সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, আজ রোববার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ১৬৪ জনের নমুনা পরীক্ষার ফলের প্রতিবেদন আসে। ওই প্রতিবেদনে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। শনাক্তের হার ৫৪ দশমিক ৮৭ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ৩ হাজার ৩৯৬। ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যুতে জেলায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালে ৫০ শয্যার করোনা ওয়ার্ডে ৫১ জন রোগী ভর্তি। নতুন রোগী বাড়তে পারে, এ আশঙ্কায় ইতিমধ্যে আরও ৫০ শয্যার একটি নতুন করোনা ওয়ার্ড খোলা হয়েছে।