টাঙ্গাইলে করোনা রোগী আড়াই হাজার ছাড়াল

করোনাভাইরাস
প্রতীকী ছবি

টাঙ্গাইলে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। শনিবার নতুন ১৮ জন নিয়ে জেলায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ২ হাজার ৫১৭।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ এপ্রিল। ওই মাসে মোট শনাক্ত হয়েছিল ২৪ জন। সংখ্যাটা বেড়ে মে মাসে ১৬৫, জুনে ৬১২ ও জুলাই মাসের শেষে ১৬৩৮ জনে দাঁড়ায়। আর আগস্ট মাসের ২৯ দিনে নতুন ৮৬১ জন শনাক্ত হওয়ায় সংখ্যাটা আড়াই হাজার ছাড়িয়ে গেছে।

জেলায় মোট শনাক্ত করোনা রোগীর মধ্যে ৯৬৩ জনই টাঙ্গাইল শহরও আশপাশের এলাকার। এ ছাড়া নাগরপুরে ৬৭ জন, দেলদুয়ারে ৮৫ জন, সখীপুরে ১২৭ জন, মির্জাপুরে ৪১০ জন, বাসাইলে ৫৮ জন, কালিহাতীতে ১৬১ জন, ঘাটাইলে ১৬১ জন, মধুপুরে ১৭৬ জন, ভূঞাপুরে ১১৯ জন, গোপালপুরে ৮৯ জন ও ধনবাড়ীতে ১০১ জন রয়েছেন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে এক হাজার ৭৪৮ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৪২ জন। বর্তমানে ৭২৭ জন চিকিৎসাধীন।

টাঙ্গাইলের সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান বলেন, জেলায় করোনা রোগীদের সুস্থতার হার সন্তোষজনক। বেশির ভাগ রোগী বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন।