টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ৯০ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন এবং করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৯২৯। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে মির্জাপুর উপজেলার দুজন এবং গোপালপুর উপজেলার একজন রয়েছেন। করোনার উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একজন মারা গেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৮৬ শতাংশ। তাঁদের মধ্যে টাঙ্গাইল সদরে ৩৭ জন, গোপালপুরে ১২ জন, মধুপুরে ১১ জন, নাগরপুরে ৯ জন, কালিহাতীতে ৫ জন, বাসাইল ও ধনবাড়িতে ৪ জন করে, দেলদুয়ার ও মির্জাপুরে ২ জন করে ও ভূঞাপুরে একজন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ এপ্রিল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১৫ হাজার ৯২৯। তাঁদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৬ হাজার ৫৮২, নাগরপুরে ৪৫৮, দেলদুয়ারে ৮০৬, সখীপুরে ৮৩৬, মির্জাপুরে ১ হাজার ৫৭২, বাসাইলে ৪৫১, কালিহাতীতে ১ হাজার ২৩৫, ঘাটাইলে ১ হাজার ১৮৩, মধুপুরে ১ হাজার ১৩, ভূঞাপুরে ৫৯২, গোপালপুরে ৭৩৭ ও ধনবাড়ীতে ৪৬৪ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর ২০ এপ্রিল প্রথম এক করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৪৭ জন। তাঁদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৮৬ জন, নাগরপুরে ৪ জন, দেলদুয়ারে ১৯ জন, সখীপুরে ১৫ জন, মির্জাপুরে ২২ জন, বাসাইলে ১৬ জন, কালিহাতীতে ৩০ জন, ঘাটাইলে ২০ জন, মধুপুরে ৫ জন, ভূঞাপুরে ১৩ জন, গোপালপুরে ১৩ জন ও ধনবাড়ীতে ৪ জন। টাঙ্গাইল সদর উপজেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি।